ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফি বাহিনীর আক্রমণাত্মক পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, আগস্ট ৮, ২০১১
গাদ্দাফি বাহিনীর আক্রমণাত্মক পদক্ষেপ

বেনগাজি: লিবিয়ার দক্ষিণ-পশ্চিমের শহর বির গানাম আবারও নিজেদের দখলে নেওয়ার বলে দাবি করছে গাদ্দাফি বাহিনী। রোববার বিদ্রোহীদের গোলাবারুদ শেষ হয়ে গেছে বলেও দাবি তাদের।



বন্দরনগরী মিসরাতা থেকে বিদ্রোহীদের মুখপাত্র আবদুল ওহাব মেলিতান বলেন, ‘জিøতানে গাদ্দাফি বাহিনী আমাদের ওপর আক্রমণ জোরদার করেছে। তাদের হামলায় আমাদের তিনজন মারা গেছেন এবং আহত হয়েছেন ১৫ জন। ’

তিনি আরও বলেন, ‘সামনে এগোবার মতো আমাদের গোলাবারুদ নেই। আমরা আমাদের প্রাণনাশের মতো ঝুঁকি নিতে পারি না। ’

ইতিমধ্যে, রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার পূর্বের আল কুসবাতের একটি বিদ্রোহী সূত্র জানায়, বৃহস্পতিবার একদল বিদ্রোহী পালিয়ে গেলেও গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।