ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে পানশালায় আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ভিয়েতনামে পানশালায় আগুন, নিহত ১৩

ঢাকা: ভিয়েতনামের হ্যানয় প্রদেশের ‘কৌ যিয়াই’ জেলায় একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত এবং স্থানীয় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জেলার আটতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত  দিয়ে সংবাদমাধ্যটি আরও জানায়, আগুন পার্শ্ববর্তী একটি ভবনে ছড়িয়ে পড়লে সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ বের করতে দ্রুত তদন্তের নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নগুয়েন শিয়ুয়ান ফুক।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬

এএটি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।