ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডনে ঘরে ঘরে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, আগস্ট ১১, ২০১১
লন্ডনে ঘরে ঘরে তল্লাশি

লন্ডন: শনিবার রাত থেকে শুরু হওয়া দাঙ্গায় শিক্ষক, নিরাপত্তাকর্মী, ডাকপিয়ন, বাবুর্চি, কোটিপতির মেয়েও লুটেরাদের দলে ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়েছে।


 
যুক্তরাজ্যের উপ-পুলিশ কমিশনার স্টিফেন কাভানাগ বলেন, বুধবার রাত থেকেই লুটেরাদের চিহ্নিত করতে এবং লুট হওয়া মালামাল খুঁজে বের করতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন স্থানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ’

লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৮৮৮ জনকে গ্রেপ্তার করেছে।

লুটপাটের ঘটনায় পুলিশ লরা জনসন নামে লন্ডনের এক কোটিপতির মেয়েকে আদালতে হাজির করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো, দাঙ্গার সময় লরা দামি সিগারেট, অ্যালকোহল এবং বৈদ্যুতিক সরঞ্জাম লুট করেছে। লুটপাটের অভিযোগ লরা অস্বীকার করলেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেক্সলি কারাগারে পাঠানো হয়েছে।

নটিংহ্যামে লুটপাটের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সামাজিক সাইটগুলোতে দাঙ্গার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে স্টিভেন জোনস নামের এক যুবককেও আটক করেছে পুলিশ।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘কীভাবে এই প্রবণতা বন্ধ করা যায় পুলিশ সেবিষয়ে পরীক্ষা করে দেখছে। সহিংসতা বন্ধে এবং দেশের অবস্থা স্থিতিশীল করতে পুলিশকে সব ধরনের সহায়তা করা হবে। ’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনের দাঙ্গা আর লুটপাটের ঘটনায় জাতি হতবাক। এই সহিংসতার কোন যুক্তি নেই। ভীতির এই সংস্কৃতি কোনভবেই সহ্য করা হবেনা। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।