ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বোমা হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই তুর্কি সেনা।
রোববার (২০ নভেম্বর) তুর্কি নিরাপত্তা বাহিনীর উদ্বৃতি দিয়ে এ খবর জানানো হয়।
সিরিয়ার উত্তরাঞ্চলের আইএসের নিয়ন্ত্রাণাধীন আল-বাব শহরে তুর্কি সেনাদের একটি দল এ হামলার শিকার হন।
আহত দুই সেনাকে তুর্কি সীমান্তের কাছের এক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর।
গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেন, তার সেনারা আল-বাব শহরের মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছে। দ্রতই তারা আল-বাব শহরের নিয়ন্ত্রণ নিতে পারবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর