ঢাকা: পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের ফুকুশিমা উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৩।
ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ৬টায় এ ভূমিকম্প আঘাত হানে। জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।
ঘটনার পরপরই ফুকুশিমাসহ পূর্ব উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হচ্ছে। তাই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১১ সালে ভয়াবহ সুনামিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জাপান।
বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬/আপডেট: ০৪১৪ ঘণ্টা
এমএ