বার্মিংহ্যাম: লন্ডনে দাঙ্গার সময় বার্মিংহ্যামে গাড়ি চাপা দিয়ে তিন ব্যক্তিকে হত্যার দায়ে দুই দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বার্মিংহ্যাম পুলিশ কর্তৃপক্ষ।
নিহত তিনজনের নাম হারুন জাহান, শাহজাদ আলী এবং আবদুল মুসাফির। দাঙ্গাকারীদের হাত থেকে নিজেদের দোকান বাঁচাতে গিয়ে গত বুধবার গাড়ির চাপায় মৃত্যু হয় তাদের।
ওই ঘটনার দায়ে ল্যাডিউড থেকে জশুয়া ডোনাল্ড এবং উইনসন গ্রীন বয় নামের দুজনকে গ্রেপ্তার করেছে বার্মিংহ্যাম পুলিশ।
গত শুক্রবার পুলিশ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল।
এর আগে পুলিশ এক সংবাদ সম্মেলনে কমিউনিটির সদস্যদের কাছে অপরাধীদের চিহ্নিত করতে সাহায্য করার আহবান জানায়।
নিহত জাহানের বাবা তারিক আহমেদ বলেন, ‘আমি আমাদের কমিউনিটির কাছে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার আবেদন শুনেছে। আমি আমার ছেলেকে আর ফিরে পাবো না। এখন শুধু বিচারের আশা করছি আমরা। ’
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১