ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানের গর্ভনর ভবনে বোমা হামলা: নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, আগস্ট ১৪, ২০১১
আফগানিস্তানের গর্ভনর ভবনে বোমা হামলা: নিহত ১৬

কাবুল: আফগানিস্তানের পারওয়ানে গর্ভনর ভবনে জঙ্গীরা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। রোববারের এ হামলায় ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।



এদিকে গর্ভনর ভবনের ভেতর থেকে গর্ভনর আবদুল বশির সালাঙ্গি একটি বেসরকারি টিভি চ্যানেল টোলো নিউজকে জানান, ‘হামলা এখনও চলছে। জঙ্গীরা এখনও ভবনের বাইরে অবস্থান নিয়ে আছে। ছয়জন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। ’

তিনি আরও জানান, ‘সকাল বেলা ভেবনের ভেতরে একটি আলোচনা সভা চলাকালীন সময়ে জঙ্গীরা এ হামলা চালায়। আমরা জঙ্গীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। ’
 
এর আগেও আফগানিস্তানে গর্ভনর ভবন আক্রমনের ঘটনা ঘটেছে।
 
পুলিশ বাহিনী গর্ভনর ভবন থেকে জঙ্গীদের নির্মূল করতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গীদের কাছে পর্যাপ্ত বিস্ফারক থাকায় পুলিশ বেশি একটা ভেতরে এগুতে পারছে না বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ।

তালেবানদের পক্ষ থেকে এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।