ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অনুমোদনের অপেক্ষায় ফার্ক-কলম্বিয়ার নতুন শান্তিচুক্তি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
অনুমোদনের অপেক্ষায় ফার্ক-কলম্বিয়ার নতুন শান্তিচুক্তি 

কলম্বিয়া সরকার ও দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী ফার্কের মধ্যে নতুন শান্তি চুক্তি সই হয়েছে। 

ঢাকা: কলম্বিয়া সরকার ও দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী ফার্কের মধ্যে নতুন শান্তি চুক্তি সই হয়েছে।  

বর্তমানে এই চুক্তি অনুমোদনের অপেক্ষায় দেশটির কংগ্রেসে জমা দেওয়া হয়েছে।

সেখানে অনুমোদন মিললেই নতুন এই চুক্তি কার্যকর হবে।  

সম্প্রতি দেশটির রাজধানী বোগোটায় এই চুক্তি সই হয়। পরে এটি কংগ্রেসের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে ২ অক্টোবর গণভোটের মাধ্যমে আগের চুক্তি প্রত্যাখ্যান করে দেশটির জনগণ।

এদিকে এই শান্তি চুক্তি কার্যকর হলে দেশটিতে পাঁচ দশক ধরে চলা সহিংসতার অবসান ঘটবে। ফার্কের সঙ্গে দেশটির সরকারের সংঘর্ষে এ পর্যন্ত প্রায় আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন বহু লোকজন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।