ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আহবান জারদারির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, আগস্ট ১৪, ২০১১
পাকিস্তানে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আহবান জারদারির

ইসলামাবাদ: পাকিস্তানকে একটি সত্যিকারের আধুনিক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

পাকিস্তানের ৬৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায়  তিনি এই আহবান জানান।



বার্তায় তিনি আরও বলেন, ‘আরও অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু স্বৈরশাসকদের কারণে তা সম্ভব হয় নি। তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করেছেন। ’

আমরা গণতন্ত্রের শক্তি কার্যকর দেখছি। জনগণ এবং দেশের জন্য আমাদের সমষ্টিগতভাবে গণতান্ত্রিক শক্তি অর্জন করতে হবে। আমাদের দু:খের দিন শেষ হয়েছে। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে, সংবিধান পরিপন্থী এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এরকম কোন কিছু আমরা করবো না বলেও তিনি জানান।

জারদারি বলেন, ‘পাকিস্তানকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কারও প্রতি কোন বৈষম্য থাকবে না। সংখ্যালঘুরা তাদের পূর্ণ অধিকার ভোগ করার পাশপাশি জাতীয় জীবনের মূল ধারার সঙ্গে একাত্ম হতে পারে। ’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানকে মুক্ত এবং স্বাধীন করতে যারা তাদের অমূল্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ৬৪ বছর আগে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বুঝতে পেরেছিলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানই হবে মুসলমানদের একমাত্র দেশ যেখানে গণতন্ত্র, সাংবিধানিক চর্চা এবং আইনের শাসনের প্রধান্য থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।