ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এভিয়ান ফ্লু’র প্রাদুর্ভাবে নেদারল্যান্ডে ১ লাখ ৯০ হাজার হাঁস নিধন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এভিয়ান ফ্লু’র প্রাদুর্ভাবে নেদারল্যান্ডে ১ লাখ ৯০ হাজার হাঁস নিধন

এভিয়ান ফ্লু’র প্রাদুর্ভাবে বিশ্বের অন্যতম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ নেদারল্যান্ড ১ লাখ ৯০ হাজার হাঁস নিধন করেছে।

ঢাকা: এভিয়ান ফ্লু’র প্রাদুর্ভাবে বিশ্বের অন্যতম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ নেদারল্যান্ড ১ লাখ ৯০ হাজার হাঁস নিধন করেছে।

শনিবার (২৬ নভেম্বর) ছয়টি খামারের হাঁস মেরে ফেলা হয়।



প্রথমবার দেশটিতে এ রোগের মহামারী দেখা দিলো। গত সপ্তাহে এভিয়ান ফ্লুর প্রাদুর্ভাব প্রথমে দেখা দেয় ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেনে।
তবে ডাচ কর্তৃপক্ষ বলছে না যে বিড্ডিংগুইজেন গ্রামের পল্ট্রি খামারগুলোতে এ ভাইরাস পাওয়া গেছে।

জানা যায়, খামার মালিকরা তাদের সাইটের তিন কিলোমিটারের মধ্যের সব ফামে বার্ড ফ্লু শনাক্ত করার চেষ্টা করছেন। একইসঙ্গে ফার্মে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের পল্ট্রি বহন এখন নিষিদ্ধ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ নেদারল্যান্ডের ফার্মগুলোতে ১০ কোটির বেশি মুরগি, ভেড়া, শূকর, গরু রয়েছে।
১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত চার কোটির বেশি মুরগি, চাগল, শূকর, গরু ও ভেড়া হত্যা করা হয়েছে সোয়াইন ফ্লু, ম্যাড কাউ প্রভৃতি রোগের প্রাদুর্ভাবের কারণে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।