ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শেষকৃত্যানুষ্ঠানে থাকছেন না কাস্ত্রোর বোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
শেষকৃত্যানুষ্ঠানে থাকছেন না কাস্ত্রোর বোন

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর যুক্তরাষ্ট্র প্রবাসী বোন ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে না যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা: কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর যুক্তরাষ্ট্র প্রবাসী বোন ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে না যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

১৯৬৫ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়ানিতা কাস্ত্রো শনিবার (২৬ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

কাস্ত্রোর মৃত্যু সংবাদের পর জুয়ানিতা জানান, তার ভাইয়ের মৃত্যু তার জীবনে বেদনাদায়ক ক্ষত তৈরি করেছে। তবে তার কোনো ইচ্ছে নেই কিউবা ফিরে যাওয়ার, এমনকি ভাইয়ের শেষকৃত্যেও।

তিনি আরও বলেন, আমি কখনই আমার অবস্থান থেকে সরে আসবো না। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কষ্ট, বেদনার পরও না।

আরেক ভাই ও বোন হারানোর পর যেমন কষ্ট অনুভব করেছিলেন কাস্ত্রো হারানোর পরও ঠিক তেমন অনুভব করছেন।

দেশটির রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।