ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্ত‍ানের সেনা নীতিতে পরিবর্তন আনার সুযোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পাকিস্ত‍ানের সেনা নীতিতে পরিবর্তন আনার সুযোগ নেই

পাকিস্তানের সেনাবাহিনীর নীতিতে আপাতত নতুন সেনাপ্রধানের পরিবর্তন আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।  

ঢাকা: পাকিস্তানের সেনাবাহিনীর নীতিতে আপাতত নতুন সেনাপ্রধানের পরিবর্তন আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।  

দেশটির এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ এ মন্তব্য করেছেন বলে সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

তিনি এমন সময় এই মন্তব্য করলেন, যখন মঙ্গলবার (২৯ নভেম্বর) নতুন সেনাপ্রধানের দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাবেদ বাজওয়া।

বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফের উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, সেনাবাহিনীর নীতি আগের মতই অব্যাহত থাকবে, আপাতত এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই।

এরআগে শনিবার (৬ নভেম্বর) পাকিস্তনি প্রধানমন্ত্রীর এক আদেশে সেনাবাহিনীর প্রধান (চিফ অব আর্মি স্টাফ-সিওএএস) পদে লেফটেন্যান্ট জেনারেল কামার জাবেদ বাজওয়াকে এবং চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি (সিজেসিএসসি) পদে লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের হায়াতকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের মাধ্যমে দু’জনেই চার-তারকা জেনারেল র‌্যাংকে পদোন্নতি পান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।