ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

ঢাকা: ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় কার্যক্রম স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে এ সিদ্ধান্ত হয়।  

এদিকে ঘন কুয়াশায় বাস-ট্রেন চলাচলেও বিঘ্ন হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৫০টি ট্রেন যাত্রা বিলম্ব হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।