ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আরব সাগরে জাহাজ ডুবিতে নিখোঁজ ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ইয়েমেনে আরব সাগরে জাহাজ ডুবিতে নিখোঁজ ৬০

ইয়েমেনের আরব সাগরে সকোত্রা দ্বীপের কাছে জাহাজ ডুবির ঘটনায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা: ইয়েমেনের আরব সাগরে সকোত্রা দ্বীপের কাছে জাহাজ ডুবির ঘটনায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দেয়।

ইয়েমেন সরকার এক বিবৃতিতে জানায়, পাঁচদিন আগে সকোত্রা দ্বীপ থেকে ২৫ মাইল দূরে জাহাজটি নিখোঁজ হয়। যে জাহাজে নারী ও মিশুসহ ৬০ জন যাত্রী ছিলেন।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর মুকাল্লা থেকে সকোত্রা যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। জাহাজটির ৬০ জন যাত্রীই নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।