ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৯ ডিসেম্বর আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছে মায়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
১৯ ডিসেম্বর আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছে মায়ানমার ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে জরুরি বৈঠক ডেকেছে মায়ানমার। আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠক হতে পারে বলে জানা...

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে জরুরি বৈঠক ডেকেছে মায়ানমার। আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠক হতে পারে বলে জানা যায়।

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটিতে ব্যাপক নির্যাতন চলছে, যার পরিপ্রেক্ষিতে বিরাজ করছে তীব্র উত্তেজনা। এই বিষয়টি নিয়েই তারা বৈঠকে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা যায়।

তবে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে হতে যাওয়া বৈঠক প্রসঙ্গে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।