ঢাকা: অবসান হলো প্লেন অপহরণ নাটকের। সব অরোহীকে মুক্তি দিয়ে দুইজন অপহরণকারী আত্মসমর্পণ করে মাল্টায় থাকতে আশ্রয় চেয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে মাল্টার দায়িত্বশীল মন্ত্রী এ তথ্য জানান।
জানা যায়, যাত্রীদের সবাই সুস্থ আছেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী ও একজন শিশু রয়েছেন। জব্দ করা হয়েছে সঙ্গে থাকা হ্যান্ড গ্রেনেডও।
***‘অপহৃত প্লেনের যাত্রীদের বের করে আনা হচ্ছে’
**লিবিয়ার প্লেন অপহরণ, মাল্টায় জরুরি অবতরণ
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আইএ