ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাসারত আলমকে ছেড়ে দিতে হাইকোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
মাসারত আলমকে ছেড়ে দিতে হাইকোর্টের নির্দেশ

ভারতের জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে ছেড়ে দিতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের হাইকোর্ট...

ঢাকা: ভারতের জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে ছেড়ে দিতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের হাইকোর্ট।

বুধবার (২৮ ডিসেম্বর) এই রায় দেওয়া হয়।

যাতে বলা হয়েছে, দ্রুতই মাসারতকে ছেড়ে দিতে হবে।

চলতি বছরের এপ্রিলে কেন্দ্রের ক্রমাগত চাপে রাজ্যের বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলওয়ামাতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও তখন আর সেখানে অংশ নেওয়া হয়নি তার।

২০০৮ ও ২০১০ সালে কাশ্মীরে সেনার সঙ্গে সাধারণ মানুষের তীব্র সংঘর্ষ বাঁধে। রাস্তায় যত্রতত্র সেনাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পাল্টা লাঠি ও গুলি চালায় সেনাও। এতে অন্তত ১০০ জন নিহত হন। অভিযোগ, বিক্ষোভকারীদের খেপিয়ে তুলেছিলেন মাসারাত আলমই। পরে তৎকালীন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নির্দেশে এই হুরিয়ত নেতাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডি‌সেম্বর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।