ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন অভিনেতা ওম পুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
চলে গেলেন অভিনেতা ওম পুরি অভিনেতা ওম পুরি (ফাইল ছবি)

ঢাকা: ভারতের শক্তিমান অভিনেতা ওম পুরি মারা গেছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) হার্ট অ্যাটাকে মারা যান বলে সকালে দেশটির সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তার পুরো নাম ওম রাজেশ পুরি। জন্ম ১৮ অক্টোবর, ১৯৫০ সালে।

দীর্ঘ বলিউড ক্যারিয়ারে ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তার। এছাড়া তিনি মুক্তধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডে অসাধারণ অভিনয়ের খ্যাতি পান। তিনি সর্বাধিক চারবার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।