ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে তাপমাত্রা নেমেছে ৩.৪ ডিগ্রিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৫, জানুয়ারি ১২, ২০১৭
দিল্লিতে তাপমাত্রা নেমেছে ৩.৪ ডিগ্রিতে কুয়াশায় মোড়া দিল্লির সড়ক/ ফাইল ছবি

ঢাকা: গত কয়েকদিন ধরে ধারাবাহিক কমছে দিল্লির তাপমাত্রা। সে সঙ্গে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। এ অবস্থায় গত পাঁচ বছরে ১২ জানুয়ারি দিনটিতে ভারতের রাজধানীর তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দিল্লি ও আশপাশের এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১২ সালের পর ১২ জানুয়ারি দিনে সর্বনিম্ন।

দেশটির আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, সকালে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ১২ জানুয়ারি দিনটিতে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ২০১৩ সালের ৬ জানুয়ারি। এদিন তাপমাত্রার পারদ নেমেছিলো ২ ডিগ্রিতে।  

পূর্বাভাস হিসেবে আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা আরো কমে ৩ ডিগ্রিতে নামতে পারে। সে সঙ্গে থাকবে কুয়াশা।

তবে এতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কোনো বিঘ্নের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।