ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নারীদের জন্য সংরক্ষিত ‍আসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জানুয়ারি ১২, ২০১৭
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নারীদের জন্য সংরক্ষিত ‍আসন সংগৃহীত

ঢাকা: আকাশপথে নারীদের চলাচল নির্বিঘ্ন নিশ্চিতে সংরক্ষিত আসনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ‍অভ্যন্তরীণ ফ্লাইটে নারীদের জন্য ৬টি আসন সংরক্ষিত থাকবে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে নারীদের জন্য ‘বিশেষ’ এ সুবিধা কার্যকরী প্রথম এয়ারলাইন্স হবে এয়ার ইন্ডিয়া।

এয়ারলাইন্সের ক্ষেত্রে ধারণাটি নতুন হলেও স্বল্প-দূরপাল্লার ট্রেন, মেট্রো ও বাসে ভারতে নারীদের জন্য ‘সংরক্ষিত’ আসনের এ সুবিধা প্রচলিত রয়েছে।

এদিকে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে সবচেয়ে বাজে এয়ারলাইন্সের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে এয়ার ইন্ডিয়ার নাম।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।