ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ (ফাইল ফটো)

ঢাকা: ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাতে রাজ্যটির অ্যানানট্যাং জেলার আওরা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রোববার রাত তিনটার দিকে আওরা গ্রামের কাছে পর‌্যটক স্পট পাহালগামে অভিযান চালানোর সময় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। এতে স্থানীয় হিজবুল মুজাহিদীন জঙ্গি গোষ্ঠীর তিন সদস্য নিহত হয়। এর আগে ওই এলাকায় রাত ১১টার দিকে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা ওই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।