ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে মহিষ পাঠাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
চীনে মহিষ পাঠাবে ভারত ভারতীয় মহিষ (ছবি: সংগৃহীত)

ঢাকা: চীনে মহিষের মাংস রফতানি করতে যাচ্ছে ভারত।

দীর্ঘদিন ধরে চলে আসা বেজিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত এখন সে অনুমতি পেয়েছে, এতে করে সরাসরি ভারতে উৎপাদিত মাংস চীনে রফতানির সুযোগ সৃষ্টি হলো। অতি দ্রুত এ বিষয়ে ভারত-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়ে যেতে পারে।

চীনা রাষ্ট্রদূত লাও ঝোউহুই নয়াদিল্লিতে জানান, দু’দেশের মধ্যে সবরকম বকেয়া চুক্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি ফের খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত সমস্যার দ্রুত সমাধানও এর মধ্যে অন্যতম।

এদিকে চীনও চায় ভারতের বাজারে তাদের আরও বেশি পণ্য প্রবেশ করুক; এতে তারা বাজার বৃদ্ধির সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।