ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাবিনেট মনোনয়ন স্বাক্ষরে কাজ শুরু ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ক্যাবিনেট মনোনয়ন স্বাক্ষরে কাজ শুরু ট্রাম্পের ক্যাবিনেট মনোনয়ন স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

ঢাকা: শপথ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের ক্যাবিনেটে (মন্ত্রিপরিষদ) যারা থাকছেন তাদের মননোয়নে নিয়োগপত্রে কলম দিয়ে স্বাক্ষরের মাধ্যমে কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প।

শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে তিনি স্বাক্ষর করেন। আর এর মধ্য দিয়েই দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে সদ্য বিদয়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পদে স্থলাভিষিক্ত হলেন তিনি।

এরআগে ট্রাম্প শপথবাক্য পাঠ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রোবার্টস।

শপথবাক্য পাঠের পর দেশটির প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেন ট্রাম্প। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘আজ তোমাদের (জনগণ) দিন। এই উৎসব তোমাদের। এই আমেরিকা জনগণের। আমরা ওয়াশিংটন ডিসি থেকে ক্ষমতাও জনগণের হাতে ফিরিয়ে দিচ্ছি। ’

অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানো ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকানরাই আমেরিকাকে গড়ে তুলবে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবেল‍া দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আরও চমৎকার হবে। আমেরিকা বিজয়ী হতে আবার কাজ শুরু করবে। আমিরিকা আবারও গ্রেট (মহান) হবে। ’

বক্তব্যকালে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন ট্রাম্প।

আরও পড়ুন..

** মি. প্রেসিডেন্ট ট্রাম্প, ৩৫ শব্দে শপথ পাঠ

** এই আমেরিকা জনগণের, ক্ষমতাও ফিরবে জনগণের হাতে

** তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল

** ক্যাপিটল হিলে যাচ্ছেন ট্রাম্প-পেন্স, যাচ্ছেন ওবামা-বাইডেনও

** শেষবারের মতো ওভাল অফিস ছাড়লেন ওবামা

** ট্রাম্পের শপথানুষ্ঠানে চোখ বিশ্ববাসীর

** শপথ দিনে ট্রাম্পের সারাদিন

** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প

**  ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি

** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা

**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।