ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাটারি সমস্যাতেই স্যামসাং নোট৭ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ব্যাটারি সমস্যাতেই স্যামসাং নোট৭ বিস্ফোরণ পুড়ে যাওয়া নোট৭

ঢাকা: স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন নোট৭ বিস্ফোরণের পেছনে ব্যাটারির সমস্যাকেই চিহ্নিত করা হয়েছে। মাত্রাতিরিক্ত গরম হয়ে গিয়ে ফোনটির এ মডেলের হ্যান্ডসেটগুলো বিস্ফোরণ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।   

এ বিষয়ে দেওয়া বিবৃতিতে স্যামসাং বলছে, নোট৭ বিস্ফোরণ কাণ্ডে এর সফটওয়্যার বা অন্য কোনো হার্ডওয়্যার দায়ী নয়, শুধুমাত্র ব্যাটারিই দায়ী।  

‘অভ্যন্তরীণ ও স্বাধীন তদন্তের পর এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, নোট৭ কাণ্ডে ব্যাটারিই দায়ী’।

গত বছরের আগস্টে স্যামসাং তার ফ্ল্যাগশিপ নোট৭ বাজারে ছাড়ে। একের পর এক বিস্ফোরণ কাণ্ডের পর বিশ্ববাজারে ব্যাপকভাবে কমতে থাকে হ্যান্ডসেটটির কাটতি। বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলো ভ্রমণকালে হ্যান্ডসেটটি বহনেও নিষেধাজ্ঞা জারি করে।  

এ অবস্থায় গ্রাহক আস্থা ফেরাতে ২৫ লাখ নোট৭ বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় স্যামসাং। একইসঙ্গে হ্যান্ডসেট ফেরত দিয়ে চাইলে অর্থ ফেরতেরও প্রমোশনাল অফার দেওয়া হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নোট৭ বিক্রি বন্ধ করে দেয় স্মার্টফোনের বাজারে দ্বিতীয় স্থানে থাকা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।