ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোডাফোন-আইডিয়া এক হয়ে বৃহত্তর অপারেটর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ভোডাফোন-আইডিয়া এক হয়ে বৃহত্তর অপারেটর ছবি: সংগৃহীত

ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন ও আইডিয়া একীভূত হয়ে ভারতের বৃহত্তর মোবাইল অপারেটরে পরিণত হয়েছে। দুই জায়ান্টের এক হওয়াতে ভারতজুড়ে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়ালো ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি।

সোমবার (২০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এক হওয়ার পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে। এর ফলে তারা দেশটির ৩৫ শতাংশ বাজার একাই দখলে রাখতে পারবে।

দিন দিন আরও সেবার মান বৃদ্ধি করে বাড়াবে গ্রাহক সংখ্যাও।

একীভূত হয়ে ভোডাফোন ৪৫ দশমিক ১ শতাংশ মার্কেট শেয়ার নেবে, আইডিয়ার থাকছে ২৬ এবং বাকি শেয়ার পাবলিক সেক্টরে। পুরোপুরি একত্রে কাজ শুরু করতে লাগবে আরও বছর খানেক বলেও বিবৃতিতে জানানো হয়।

২৬ কোটি ৫৯ লাখ গ্রাহক নিয়ে বর্তমানে দেশটিতে ভারতি এয়ারটেল আছে শীর্ষে।

চলতি বছরের শুরু থেকেই দুই কোম্পানির এক হওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। দেশটির টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির মালিকানাধীন নতুন অপারেটর রিলায়েন্স জিওকে প্রতিযোগিতায় হারাতে একীভূত উদ্যোগ সক্ষম হচ্ছে।

ইতোমধ্যে রিলায়েন্স জিওকে পেছনে ফেলতে ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারসহ ভারতি এয়ারটেল কল ও ডাটা চার্জ কমাতে বাধ্য হয়েছে।

দেশটিতে ১০টিরও বেশি মোবাইল অপারেটর কোম্পানি একশ কোটি গ্রাহকের জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।