ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ শ্রমিক নিহত বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ শ্রমিক নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১০ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মে) প্রদেশের গাওদার জেলার পিশগান এলাকায় একটি রাস্তায় কাজ করার সময় ওই শ্রমিকদের ওপর এই হামলা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানায়, মোটরসাইকেলে আসা ওই সন্ত্রাসীরা শ্রমিকদের নির্বিচারে গুলি ছুড়তে থাকলে ঘটনাস্থলে আট শ্রমিক নিহত হন।

আহত দুই শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে মারা যান আরও দু’জন।

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে তালেবানরা সক্রিয়। তারাই সরকারি প্রকল্পগুলোর কাজে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।