ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাসের উপর ১১ হাজার ভোল্টের তার, প্রাণ গেলো ৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
বাসের উপর ১১ হাজার ভোল্টের তার, প্রাণ গেলো ৪ জনের ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে বাসটিতে আগুন ধরে যায়

যাত্রীবাহী একটি বাসের উপর ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে অন্তত ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত ১৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বান্দা যাওয়ার পথে যাত্রীবাহী বাসটির উপর ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে।

এতে বাসটিতে আগুন ধরে গেলে প্রাণহানির ঘটনা ঘটে।  

উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন (ইউপিএসআরটিসি) জানায়, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এরপর এটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

প্রাথমিক দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।