ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কিউবা নীতির কড়া সমালোচনা করেছে রাশিয়া সরকার। কিউবার বিরুদ্ধে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপকে ‘পরিতাপজনক’ উল্লেখ করে রোববার (১৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা হাভানার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, কিউবার প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন নতুনভাবে যে আচরণ দেখিয়েছে, তা স্নায়ুযুদ্ধের দিকে ফিরে যাওয়ার মতোই ব্যাপার।
গত ১৬ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নাগরিকদের কিউবা ভ্রমণ ও ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এ বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তিকে ভয়ংকর এবং ভুল চুক্তি বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘন্টা, জুন ১৯, ২০১৭
জিওয়াই/বিএসকে
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।