ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে ভয়াবহ বন্যা, কাজিরাঙা উদ্যানে ৭৩ প্রাণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
আসামে ভয়াবহ বন্যা, কাজিরাঙা উদ্যানে ৭৩ প্রাণীর মৃত্যু গণ্ডার, হরিণ, শুকরসহ পানিবন্দি বিভিন্ন প্রাণী (ছবি: সংগৃহিত)

প্রবল বর্ষণের কারণে আসামে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। শেষ খবর পর্যন্ত বন্যায় ৫৩ জনের প্রাণহানি হয়েছে। ব্রহ্মপুত্র, বরাকসহ রাজ্যের বেশির ভাগ নদীর পানিই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২৫টি জেলার প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে বন্যায় পানি উঠে আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের ৭৩ প্রাণীর মৃত্যু হয়েছে।  গত ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এসব প্রাণীর মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই পানিতে ডুবে।

এসব প্রাণীর মধ্যে গণ্ডার, হরিণ, শুকরসহ বিভিন্ন প্রাণী রয়েছে।  

উদ্যানের বর্ন কর্মকর্তা রোহিনি বল্লভ জানান, শুক্রবার বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও এখনও উদ্যানের ৫০ শতাংশ পানির নিচে। বন্যার পানিতে অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছু প্রাণীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে বন্যার পানি থেকে বাঁচতে প্রাণীরা লোকালয়ে চলে আসছে। এতে বেড়েছে চোরাশিকারিদের দৌরাত্ম্য।  

বন্যা থেকে রক্ষায় প্রায় আড়াইহাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পানিতে তলিয়ে গেছে ৮০ হাজার হেক্টর জমির ফসল।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।