ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনেগালে ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে নিহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
সেনেগালে ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে নিহত ৮ সেনেগালে ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে নিহত ৮

সেনেগালের এক ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। 

রাজধানী ডাকারের দেম্বা দিয়প স্টেডিয়ামে শনিবার (১৫ জুলাই) ফুটবল লিগের ফাইনাল খেলা শেষে এ দুর্ঘটনা ঘটে।

স্তাদে দা এমবউর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউয়াকাম ক্লাবের মধ্যে খেলা চলছিল।

খেলা শেষে দুপক্ষের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। তারা একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে। তাদের থামাতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। সমর্থকরা হুড়োহুড়ি শুরু করলে স্টেডিয়ামের একটি দেয়াল ধসে পড়ে।

খেলার ৯০ মিনিটে স্কোর ছিল ১-১।  অতিরিক্ত সময়ের প্রথমার্ধে এমবউর আরেক গোলে এগিয়ে গেলে শেষ পর্যন্ত স্কোর হয় ২-১। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মারামারি লেগে যায়।

চিয়েখ মাবা দিয়প নামে এক দর্শকের বন্ধু ঘটনাস্থলে নিহত হন। চিয়েখ অনেককে স্টেডিয়াম থেকে বেরোতে সাহায্য করেছেন। তিনি এএফপিকে বলেন, হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। দেয়ালটি সরাসরি লোকজনের ওপর এসে পড়ে। তখনই বুঝতে পেরেছিলাম অনেকেই ঘটনাস্থলেই মারা গেছেন।

দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সালের এক মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের প্রতি শ্রদ্ধা জান‍াতে রোববার (১৬ জুলাই) নির্বাচনী প্রচারণা বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।