ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে ১১ পূণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ভারতে বাস খাদে পড়ে ১১ পূণ্যার্থী নিহত এ বাসটি খাদে পড়ে পূণ্যার্থীদের মৃত্যু হয়- সংগৃহীত

অমরনাথ যাত্রার প্রাক্কালে ভারতে একটি বাস খাদে পড়ে অন্তত ১১ পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। হতাহতরা সবাই অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

রোববার (১৬ জুলাই) জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের রামবান এলাকায় বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে অমরনাথ যাত্রা কমিটির কয়েকজন কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

 

আগামী ৭ আগস্ট পূণ্যার্থীদের এ বছরের যাত্রার জন্য শেষ দিন নির্ধারিত। প্রতিদিন গড়ে সাড়ে ৭ হাজার পূণ্যার্থী অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

এর আগে গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের আনানতাগে অমরনাথ পূণ্যার্থীদের উপর সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এরপর পূণ্যার্থীদের যাত্রা নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।