ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৬০, পরিস্থিতির উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৬০, পরিস্থিতির উন্নতি

আসামে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তবে নতুন করে প্রাণহানি বাড়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। বন্যায় ২১ জেলার ১০ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তলিয়ে গেছে ৫০ লাখ হেক্টর জমির ফসল।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, বন্যায় মরিগন জেলায় সবশেষ একজনের প্রাণহানি হয়েছে। ধিমজি, লক্ষ্মীপুর, দারাং, নালবাড়ি, ধুবড়ি, দক্ষিণ আলমারা, গোয়ালপারা, মরিগন, নাগান, কারবি আংলং, ঘোলাঘাটসহ বিভিন্ন জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে বন্যায় কাজিরাঙা জাতীয় উদ্যানের ৩৮ শতাংশ এখনও পানির নিচে রয়েছে। দুইদিন আগেও উদ্যানের ৫০ শতাংশ পানির নিচে ছিলো। বন্যায় উদ্যানের ৭৩ প্রাণীর মৃত্যু হয়েছে। জীবন বাঁচাতে অনেক প্রাণী লোকালয়ে চলে যাওয়ায় চোরাশিকারীদের কবলে পড়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সালমার জেলা, এখানকার তিন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর ধুবড়িতে প্রায় দুই লক্ষাধিক ‍মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্তৃপক্ষ ১৫টি জেলায় ২৮০টি রিলিফ ক্যাম্প ও ডিস্ট্রিবিউশন সেন্টার চালু করেছে, যেখানে প্রায় ২৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।