ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

হঠাৎই দেশে ফিরলেন ইয়েমেনি প্রেসিডেন্ট সালেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, সেপ্টেম্বর ২৩, ২০১১
হঠাৎই দেশে ফিরলেন ইয়েমেনি প্রেসিডেন্ট সালেহ

সানা: ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ হঠাৎ করেই দেশে ফিরেছেন। সৌদি আরবে তিনমাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।


 
দেশটির রাষ্ট্রায়াত্ত টেলিভিশন জানায়, ভোরের দিকে প্রেসিডেন্ট সালেহ তার ব্যক্তিগত বিমানে করে রাজধানী সানায় পৌঁছেছেন।
 
গত জুন মাসে তিনি চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে যান। সেসময় তিনি কথিত সন্ত্রাসীদের রকেট হামলায় গুরুতর আহত হন। হামলায় তার বুক এবং মুখের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
 
প্রেসিডেন্ট সালেহ গত ৩০ বছর ধরে ইয়েমেনের শাসন ক্ষমতায় আছেন। সমগ্র আরবে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল তার থেকে বাদ যায়নি ইয়েমেনও। জানুয়ারি মাস থেকেই সেখানে সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে ওঠে।

এদিকে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট সালেহ’র স্বদেশ প্রত্যাবর্তন দেশটিকে আবারও সহিংসতার দিকে নিয়ে যাবে।
 
সালেহ আগমন পরবর্তীতে প্রতিবাদকারী এক নেতা মোহাম্মদ আল আসি বলেন, ‘আস্তে আস্তে আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবো। কিন্তু তাকে ফিরে যেতেই হবে। ’

প্রতিবাদকারীরা রাজধানী সানার ‘পরিবর্তন চত্বরে’ গত জানুয়ারি থেকেই সালেহ বিরোধী অবস্থান নিয়ে আছেন। এ পর্যন্ত সরকারের সঙ্গে সহিংসতায় আশি জনেরও বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।