ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফের প্রেসিডেন্ট হতে রাজি পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, সেপ্টেম্বর ২৪, ২০১১
ফের প্রেসিডেন্ট হতে রাজি পুতিন

মস্কো: রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে রাজি হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

শনিবার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির বার্ষিক কংগ্রেসে পুতিন ও বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের পরস্পরের ক্ষমতা বদলের কথা ঘোষণা করা হয়।



রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন- এই ঘোষণার মাধ্যমে এতো দিনের এই জল্পনা-কল্পনার অবসান ঘটল। রাশিয়াতে প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০১২ সালের মার্চে।

ইউনাইটেড রাশিয়ার নেতৃত্ব দেন পুতিন। এই দলটিই রাশিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছে। এ কারণে পর্যবেক্ষকরা মনে করছেন, ক্রেমলিনের নেতৃত্ব আবার পুতিনের হাতে যাচ্ছে, এটা একপ্রকার নিশ্চিত।

অবশ্য পুতিন এর আগে দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। দেশটির সংবিধান অনুযায়ী টানা তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় তিনি ২০০৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য মেদভেদেভের অনুরোধের জবাবে কংগ্রেসে পুতিন বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রস্তাবের ব্যাপারে আপনাদের ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। ’

তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানের। ’

আগামী ৪ ডিসেম্বর পার্লামেন্টের ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী যে মেদভেদেভ হবেন, তারও ইঙ্গিত দিয়েছেন পুতিন।

দলের হাল ধরার দায়িত্ব নিতে মেদেভেদেভও প্রস্তুত। এরই মধ্যে তিনি এই প্রস্তাব সানন্দে গ্রহণও করেছেন।

প্রেসিডেন্ট পদের জন্য পুতিনকে সমর্থন জানিয়ে মেদভেদেভ বলেন, ‘আমার মনে হয়, পার্টি চেয়ারম্যান পুতিনকে আগামী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কংগ্রেসের সমর্থন দেওয়াই সঠিক হবে। ’

পুতিনকে সমর্থন দিতে কংগ্রেস কখনই দ্বিমত করবে না, তবে মেদভেদেভের পক্ষ থেকে প্রস্তাবটি আসায় তা দলে বেশ আনন্দ ও করতালির সঙ্গে এবার গৃহীত হল।

যাইহোক, রাশিয়াতে পুতিনের অবস্থান এখনও অপ্রতিদ্বন্দ্বীই বলতে হবে। বেশিরভাগ রুশই মনে করেন, দেশে পুতিনের ব্যাপক প্রভাব রয়েছে, আর মেদভেদেভের চেয়ে তার ক্ষমতা অনেক বেশি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।