ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৮

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, সেপ্টেম্বর ২৫, ২০১১
নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৮

ঢাকা:  নেপালের রাজধানী কাঠমান্ডুর থেকে ২৫ কিলোমিটার দূরে ললিতপুর জেলার কাটদন্ড পাহাড়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১০ জনই ভারতীয় নাগরিক।

ছোট্ট ওই বিমানটি পার্বত্য অভিযান শেষে ফিরছিল।

বিচ এয়ারক্রাফট নামের ওই বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ৩ জন ক্রুসহ ১৯ জন যাত্রী ছিল।

বিমানের একজন নেপালী যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান সংস্থা (সিএএএন) এর কর্মকর্তারা।

দশজন ভারতীয় ও তিনজন ক্রু ছাড়াও ওই বিমানে তিনজন বিদেশি যাত্রীর পাশাপাশি তিনজন নেপালিও ছিলেন। তবে তিন বিদেশি কোন দেশের নাগরিক সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বেঁচে যাওয়া যাত্রীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাউন্ট এভারেস্টসহ বিভিন্ন উঁচ্চ পর্বতশৃঙ্গ ঘুরে দেখিয়ে কাঠমান্ডু ফিরছিল বিমানটি।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।