ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, সেপ্টেম্বর ২৫, ২০১১
আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ

ইসলামাবাদ: পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে শত শত রাউন্ড মর্টারের গোলা এবং রকেট নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেক বাড়িঘর ধবংস হয়েছে।

অনেক গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

আফগানিস্তানের কর্মকর্তারা রোববার এ খবর জানিয়েছেন।

বুধবার থেকে এ পর্যন্ত পাকিস্তানের পূর্বাঞ্চলীয় একটি ঘাঁটি থেকে আফগানিস্তানের কুনার প্রদেশে প্রায় ৫০০ রকেট এবং শেল নিক্ষেপ করা হয়েছে। কুনার প্রদেশের প্রাদেশিক গভর্নর ফজলুল্লাহ ওয়াহিদি জানান, এতে দানগাম জেলায় ছয়টি বাড়ি, দুটি মসজিদ এবং শতাধিক গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ওয়াহিদি জানান, ‘পাকিস্তান সেনাবাহিনীর এই বিবেকহীন কাজের আমি তীব্র নিন্দা জানাই এবং এই হামলা এখনই বন্ধ হওয়া উচিৎ। ’ তিনি বলেন, পার্শ্ববর্তী নুরিস্তান প্রদেশে কমপক্ষে ৩০টি শেল নিক্ষেপ করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, শনিবার থেকে সেনা এবং আফগান জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। কিন্তু রকেট ও মর্টারের গোলা নিক্ষেপের কথা তিনি অস্বীকার করেছেন।

গত জুন-জুলাইয়ে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি রোববার এই হামলা বন্ধের আহবান জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন পাকিস্তান সেনা কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা একটি চেকপোস্টে হামলা চালিয়ে কমপক্ষে একজন সেনাকে হত্যা করেছে। এসময় সংঘর্ষে ১৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানান তিনি।

দানগাম আদিবাসী অধ্যুষিত পার্বত্য অঞ্চল।

প্রসঙ্গত, পাকিস্তান পালিয়ে আসা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ বহুদিন থেকেই করে আসছে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।