ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে চান না রুশ অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, সেপ্টেম্বর ২৫, ২০১১
পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে চান না রুশ অর্থমন্ত্রী

মস্কো: রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে ২০১২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পদে লড়ার প্রস্তাব দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন পুতিন।

নিজ দল ইউনাইটেড রাশিয়ার বাৎসরিক কংগ্রেসে শনিবার সমর্থন পেয়েছেন তিনি।

কিন্তু অর্থমন্ত্রী অ্যালেস্কিই কুর্দিন মেদভেদেভের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

কুদ্রিন পুতিনের একজন মিত্র। তার প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা রয়েছে। ওয়াশিংটনে বিশ্ব নেতাদের সঙ্গে এক বৈঠকে  তিনি বলেন বলেন, ‘মেদভেদেভ পুতিনের প্রেসিডেন্ট  হওয়ার  বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন আমি তার বিরোধিতা করি। ’

তিনি আরও বলেন, ‘নতুন সরকারে আমি হয়ত থাকব না। তবে বিষয়টা এ রকম নয় যে, কেউ আমাকে প্রস্তাব দেয়নি। ’

কুদ্রিনের এই আপত্তি ও মন্তব্যে রাশিয়াতে বিদেশি বিনিয়োগকারীরা একপ্রকার সতর্কবার্তা পেয়েছেন। কারণ তিনি সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ে রাশিয়ার অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থ হয়েছিলেন। ফলে তার প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা প্রবল।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।