ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নোবেলজয়ী ওয়ানগারি মাথাই আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, সেপ্টেম্বর ২৬, ২০১১
নোবেলজয়ী ওয়ানগারি মাথাই আর নেই

নাইরুবি: কেনিয়ার নোবেল বিজয়ী কবি ওয়ানগারি মাথাই আর নেই। ৭১ বছর বয়সে দূরারোগ্য ক্যান্সারে ভুগে কেনিয়ার রাজধানী নাইরুবিতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


 
২০০৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরষ্কার পান। নারী অধিকার আদায় আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন এবং সরকারের স্বচ্ছতা নিয়ে আন্দোলন করার কারণেই তিনি নোবেল পুরষ্কার পান সে সময়।

কেনিয়া সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ২০০২ সালে। কেনিয়ার বিখ্যাত গ্রিন বেল্ট আন্দোলন তার হাত ধরেই শুরু হয়। এই আন্দোলনের মধ্য দিয়ে তিনি আফ্রিকা জুড়ে ২০-৩০ মিলিয়ন গাছ লাগান।

রোববার গ্রিন বেল্ট আন্দোলনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রথম তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। সেই বিবৃতিতে বলা হয়, ‘যারা অধ্যাপক মাথাইকে চিনতো তাদের জন্য তার মৃত্যু বিশাল ক্ষতি। তিনি সবসময় শান্তির জন্য কাজ করে গেছেন। ’
 
মাথাই ছিলেন পশুরোগবিষয়ক চিকিৎসক। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কেনিয়ার সরকারের বন উজার করে ফেলা নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। সে সময়ই তিনি মূলত গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে আসেন। সাবেক দানিয়েল আরাপ মই সরকারের সময় তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।