ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফি গরীব এবং সৎ মানুষ: মুসা ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, সেপ্টেম্বর ২৬, ২০১১
গাদ্দাফি গরীব এবং সৎ মানুষ: মুসা ইব্রাহিম

ত্রিপোলি: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি এবং তার পরিবারবর্গ দেশটির তেল সম্পদ থেকে কোনো সুবিধা নেয়নি। গাদ্দাফি নিজে একজন গরীব মানুষ কিন্তু সৎ বলে আখ্যা দিলেন গাদ্দাফির প্রধান মুখপাত্র মুসা ইব্রাহিম।



বোরবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ফোনবার্তায় একথা বলেন।

তিনি আরও বলেন, ‘কেউ বলতে পারবে না যে গাদ্দাফি বা তার পরিবারবর্গের অগাধ ধন-সম্পত্তি রয়েছে। তার পরিবার এবং তার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা লিবিয়ার আর দশটি পরিবারের মতো একটি সাধারণ পরিবার। ’

গতমাসে দেশটির বিদ্রোহীরা ন্যাটোর সহায়তায় লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের পর থেকেই মুয়াম্মার গাদ্দাফি পলাতক আছেন। তিনি কোথায় আছেন তা এখন পর্যন্ত অজানা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।