শপথের আগে হবু মন্ত্রীদের সঙ্গে প্রাত:রাশ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন শপথ নেওয়া ৯ মন্ত্রী হলেন- উত্তর প্রদেশের রাজ্যসভা সদস্য ও সাবেক আইপিএস অফিসার শীবপ্রতাপ শুক্ল, বিহারের লোকসভা সদস্য অশ্বিনী কুমার চৌবে, মধ্য প্রদেশের লোকসভা সদস্য বীরেন্দ্র কুমার, কর্নাটকের লোকসভা সদস্য অনন্তকুমার হেগড়ে, বিহারের লোকসভা সদস্য ও সাবেক আইএএস অফিসার রাজ কুমার সিংহ, দিল্লির সাবেক ফরেন সার্ভিস অফিসার হরদীপ সিংহ পুরী, রাজস্থানের লোকসভা সদস্য গজেন্দ্র শেখাওয়াত, উত্তর প্রদেশের লোকসভা সদস্য সত্যপাল সিংহ ও কেরালার সাবেক এইএএস অফিসার কে জে অ্যালফোন্স।
এছাড়া মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে এদিন আরো শপথ নেন ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, নির্মলা সীতারমন ও মুক্তার আব্বাস নকভি।
২০১৪ সালের নির্বাচনে জিতে সরকার গঠনের পর মোদির মন্ত্রিসভায় এটি তৃতীয় রদবদল। ২০১৯ সালে ভারতের পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখেই এ পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে।
শপথ গ্রহণের পর এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আশা করি নতুদের অভিজ্ঞতা ও জ্ঞান মন্ত্রিসভাকে সমৃদ্ধ করবে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭/ আপডেট: ১১৩০ ঘণ্টা, আপডেটি: ১১৪০ ঘণ্টা/ আপডেট: ১২০০ ঘণ্টা
জেডএম/