ন্যাশনাল হাইওয়ে এবং মোটরওয়ে পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ খক্কর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’কে জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ট্রেইলারটি পেছন থেকে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসে আগুন ধরে দিয়ে প্রাণহানির এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত ৯ জনকে ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আগুনে পুড়ে যাওয়ায় মরদেহগুলো চিহ্নিত করা সম্ভব যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মোহাম্মদ খক্কর।
পাকিস্তান ব্যুরো অব স্টাটিস্টিকস জানিয়েছে, ২০১১ সাল থেকে পাকিস্তানে প্রতি বছর গড়ে ৯ হাজার সড়ক দুর্ঘটনায় অন্তত সাড়ে ৪ হাজার মানুষ প্রাণ হারান।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
জেডএস