ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা শিশুদের নিয়ে উদ্বেগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
রোহিঙ্গা শিশুদের নিয়ে উদ্বেগ রোহিঙ্গা শিশু, ছবি: দীপু মালাকার

মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখের বেশি শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এই ঝুঁকি মোকাবেলায় জরুরি সহায়তার আহ্বানও জানিয়েছে তারা।

ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জ্যঁ লিবিকে উদ্ধৃত করে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলা হয়, এই মানবিক সংকট ক্রমশ বড় আকার ধারণ করছে। যাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শরণার্থীদের মোট সংখ্যার ৬০ শতাংশই শিশু।

ইতোমধ্যে ঢাকা থেকে ইউনিসেফের সহায়তার জরুরি সামগ্রী কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে জ্যঁ লিবি বলেন, বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ক্যাম্পগুলোতে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। সেজন্য প্রাথমিকভাবে ৭৩ লাখ ডলার দরকার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একজন মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ইতোমধ্যে তিন লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি, প্রায় পাঁচ লাখের কাছাকাছি।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।