ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নাসার উপগ্রহ পড়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, সেপ্টেম্বর ২৮, ২০১১
নাসার উপগ্রহ পড়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে

ওয়াশিংটন: নাসার অকেজো হয়ে যাওয়া সেই স্যাটেলাইটটি (কৃত্রিম উপগ্রহ) পতিত হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। ভূভাগ থেকে এই স্থানটি অনেক গভীরে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

ইউএস এয়ার ফোর্সের নতুন হিসাব মতে, অকেজো হয়ে যাওয়া ৬ টন ওজনের ওই কৃত্রিম উপগ্রহটি গত শনিবার সকালের দিকে উত্তর আমেরিকা থেকে কয়েক হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমে পতিত হয়েছে।

নাসার হিসাব-নিকাশে বলা হচ্ছে, ২০ বছরের পুরনো ওই উপগ্রহটি আমেরিকান সামোয়ার ওপরের আকাশে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, একটি বড় বাসের সমান ওই উপগ্রহের প্রায় ২৪টি ধাতব টুকরা ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে গেছে।

নাসার অরবিটাল ডেবরিস এক্সপার্ট মার্ক ম্যাটনি বলেছেন, ‘যে অঞ্চলে পড়েছে তা বিশ্বে তুলনামূলক কম বসতি এলাকার মধ্যে পড়ে এবং অনেক দূরবর্তী। ঝুঁকি বিবেচনায় ওটি নিঃসন্দেহে একটি ভাল জায়গা। ’

অ্যারোস্পেস করপোরেশনের সেন্টার ফর অরবিটাল অ্যান্ড রিএনট্রি ডেবরিস স্টাডিজের পরিচালক বিল আইলর বলেন, ‘যেমনটি হওয়া উচিত ছিল তেমনটিই হয়েছে। আমি মনে করি একেবারে নিখুঁতভাবেই হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।