ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপোলিতে হোটেলের পাশে গণকবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, সেপ্টেম্বর ২৯, ২০১১
ত্রিপোলিতে হোটেলের পাশে গণকবর

ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলির এক হোটেলের পাশে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছে বিদ্রোহীরা। ত্রিপোলির রিক্সোস হোটেলের পাশেই এই গণকবরের খোঁজ পাওয়া গেছে।

ত্রিপোলি পতনের সময় এই হোটেলেই ৩৭ জন বিদেশি সাংবাদিক আটকা পড়ে ছিল।

গণকবরটি থেকে এখন পর্যন্ত মোট আটটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না যে, ওই লাশগুলো ওভাবে পুতে রাখার পেছনে কি গাদ্দাফি প্রশাসনই দায়ী না অন্য কেউ।

বিদ্রোহীদের একজন সৈন্য, মাটিতে রক্ত আর ভাঙ্গা হাড় দেখতে পেলে গণকবরটি উদ্ধার করা হয়।

এনটিসির এক মুখপাত্র রেদওয়ান এলবুজেদি বলেন, ‘এই ধরনের রক্তাত্ব ঘটনা একমাত্র গাদ্দাফি প্রশাসনের পক্ষেই সম্ভব। উদ্ধারকৃত লাশ দেখে মনে হচ্ছে, তাদেরকে বিগত পাঁচ মাসের মধ্যেই কোনো এক সময় হত্যা করা হয়েছে। ’

এরআগে রাজধানী ত্রিপোলির বাইরে আরও একটি গণকবরের সন্ধান পায় বিদ্রোহী সেনারা। সেই কবরে প্রায় ১২০০ লাশের সন্ধান পাওয়া যায় তখন। বলা হয়, ওই গণকবরটির লাশগুলো সবই ১৯৯৬ সালে আবু সালিম কারাগারে নিহত ব্যক্তিদের। কিন্তু এই অভিযোগের কোনও নিরেট প্রমাণ এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।