সোমবার (সেপ্টেম্বর ১৮) এ সংক্রান্ত এক রুলে ইরাকের সুপ্রিম কোর্ট ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই গণভোটকে স্থগিত করার নির্দেশ দেয়।
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকার স্বাধীন কুর্দিস্তানের লক্ষ্যে এই গণভোটের ডাক দিয়েছিলো।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি কয়েক দফায় এই গণভোট বাতিলের আহ্বান জানান।
তবে যে কোনো মূল্যে এই গণভোট আয়োজনে বদ্ধপরিকর কুর্দিস্তান আঞ্চলিক সরকার। কুর্দি অধ্যুষিত ইরাকের উত্তরাঞ্চলীয় এলাকা নিয়ে একটি স্বাধীন আবাসভূমি গঠনে দীর্ঘদিন ধরেই সোচ্চার সেখানকার কুর্দি অধিবাসীরা।
ইরাকের কুর্দি স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেন, গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট আসলে বিষয়টি নিয়ে তারা বাগদাদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আরআই