সামরিক এবং বাণিজ্যিক উভয় প্রয়োজনেই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম।
এর মধ্য দিয়ে নেপালের সঙ্গে সরাসরি সংযোগের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির শাসনামলে হিমালয়ের কোলে অবস্থিত দেশটির কাছাকাছি আসে চীন।
সে সময় চীনের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে নেপাল।
এর পরপরই তিব্বত থেকে নেপাল পর্যন্ত সড়ক ও রেলপথ নির্মাণের তোড়জোর শুরু করে চীন। ইতোমধ্যেই নেপালের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপন করেছে চীন। অচিরেই রেলপথেও তিব্বতের সঙ্গে নেপালকে সংযুক্ত করার পরিকল্পনা করছে চীন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আরআই