ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: ১৮ আরোহীর প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, সেপ্টেম্বর ২৯, ২০১১
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: ১৮ আরোহীর প্রাণহানির আশঙ্কা

জাকার্তা: ইন্দোনেশিয়ার একটি ছোট বিমান দেশটির রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে। বিমানের ১৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বামবাং এরভান জানান, দি কাসা-২১২ নামের ওই বিমানটি উত্তর সুমাত্রা এবং আচেহ প্রদেশের মধ্যবর্তী রুটে অর্ধেক পথে গেলে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, বাহোরোক গ্রামের বাসিন্দারা জানান, তিনজন ক্রু এবং ১৫ জন যাত্রীসহ ওই বিমানটি বিধ্বস্ত হয়।  

২০ কোটি ৪০ লাখেরও বেশি অধিবাসী অধ্যুষিত ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্রটিতে সাম্প্রতিক সময়ে ফেরি ডুবি, ট্রেন ও নৌ দুর্ঘটনা বেড়ে গিয়েছে।

অতিরিক্ত যাত্রী নেওয়া এবং অব্যস্থাপনার কারণেই এমনটি ঘটছে বলে অনেকে মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।