ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডে সিঙ্গাপুরে তেলশোধন ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ২৯, ২০১১
অগ্নিকাণ্ডে সিঙ্গাপুরে তেলশোধন ব্যাহত

সিঙ্গাপুর: একদিন আগে সংঘটিত অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় বৃহস্পতিবার বেশিরভাগ তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় কোম্পানি রয়্যাল ডাচ শেল। এই কোম্পানিটি প্রতিদিন তেল শোধন করে ৫০ হাজার ব্যারেলেরও বেশি।



সূত্র জানিয়েছে, একদিনেরও বেশি সময় ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেল সিঙ্গাপুরে উৎপাদিত মোট তেলের এক তৃতীয়াংশেরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল শোধন করে। এশিয়ার এই নগর রাষ্ট্রটি অশোধিত এবং শোধিত পণ্যের এবং বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল বাজারের কেন্দ্রস্থল।

এশিয়ার তেল বাজার নিয়ন্ত্রিত হয় মূলত সিঙ্গাপুরের তেল বাজারের সরবরাহের ভিত্তিতে। সুতরাং এখানে তেল শোধনে সমস্যা হলে সরবরাহে যে ঘাটতি দেখা দেবে তাতে এ অঞ্চলে তেলের বাজার ঊর্ধ্বমুখী হতে পারে।

তেল শোধনাগার কারখানাটির সূত্র জানিয়েছে, শেল তার অপরিশোধিত তেলের তিনটি শোধন ইউনিটের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ইউনিটটিও রয়েছে। তৃতীয় ইউনিটটি সচল থাকলেও এর উৎপাদন অনেক কম।

শেলের একজন মুখপাত্র ইউনিট বন্ধ এবং অগ্নিকাণ্ডের বর্তমান অবস্থার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

তবে ওই অগ্নিকাণ্ড উৎপাদনে ব্যাপক সমস্যা সৃষ্টি করেছে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে উৎপাদনের সক্ষমতা ফিরে পেয়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত করছে শেল। সিঙ্গাপুরের বুকম দ্বীপে অবস্থিত ওই তেল শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মী কাজ করছে।

জাহাজ পরিবহন সূত্র জানিয়েছে, শোধনাগারের জেটিতে কোন জাহাজ ভিড়ছে না।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।