সানা: ইয়েমেনের সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন দেশটির ধর্মীয় নেতা আনোয়ার আল আওলাকি। শুক্রবার দেশটির প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র এ খবর জানিয়েছে।
ওই সূত্র সাংবাদিকদের জানিয়েছে, ‘জঙ্গি আনোয়ার আল আওলাকি তার কয়েক জন সঙ্গীসহ নিহত হয়েছেন। ’
আমেরিকায় জন্ম নেওয়া ইয়েমেনি বংশোদ্ভুত আওলাকি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে হামলার পরিবল্পনা করেছিলেন। তার সঙ্গে আল কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয়।
২০০৭ সালের ডিসেম্বর থেকে তিনি ইয়েমেনে বসবাস করছেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১