ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

১০০০ সদস্য ছাটাই করবে ব্রিটেনের রয়্যাল নেভি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, সেপ্টেম্বর ৩০, ২০১১
১০০০ সদস্য ছাটাই করবে ব্রিটেনের রয়্যাল নেভি

লন্ডন: ব্রিটেনের রয়্যাল নেভি এক হাজার ২০ জন সদস্য ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সামরিক বাহিনীতে সদস্য ছাটাইয়ের প্রথম ধাপে এই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য প্রতিরক্ষা দপ্তর।

ব্রিটেনে সশস্ত্র বাহিনীর সদস্য ছাটাইয়ের ঘটনা এই প্রথম।

এছাড়া, ব্রিটিশ নেভি ২০১৫ সালের মধ্যে ৫ হাজার থেকে ৩০ হাজার সদস্য ছাটাই করবে। সেই সঙ্গে প্রতিরক্ষা খাতে খরচ কমাতে সশস্ত্র বাহিনী থেকে ২২ হাজার সদস্যকে ছাটাই করা হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব লিয়াম ফক্স বলেন, ‘এই ছাটাই সমস্যার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও দায় বহন করতে হবে। ’

চলতি মাসের প্রথম দিকে ৯২০ জন সেনা সদস্য এবং ৯৩০ জন রয়্যাল এয়ার ফোর্সের সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা দেওয়া হয়েছিল। কৌশলগত প্রতিরক্ষা ও নিরাপত্তা পর্যালোচনার ভিত্তিতে গত বছর এই ছাটাই পরিকল্পনার কথা বলা হয়।

আগামী পর্বের ছাটাই হবে ২০১২ সালের মার্চে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী চার বছরে এই বিভাগে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২৫ হাজার জনকে ছাটাই করার চিন্তা-ভাবনা করছে।

প্রতিরক্ষা বাহিনীতে এভাবে ছাটাই প্রক্রিয়ার সমালোচনা করে ব্রিটেনের সাবেক নৌ-প্রধান অ্যাডমিরাল লর্ড ওয়েস্ট বলেন, ‘কয়েক বছর ধরে আমরা শুধু ছাটাই করেই যাচ্ছি। আমার মনে হয়, ছাটাইয়ের একটা ভীতির মধ্যে আছি, একটা জাতি হিসেবে আমাদের যা করা দরকার আমরা তা পারছি না। এটা খুবই দুঃখজনক। ’

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।